ভিনিসিয়ুসের পেনাল্টি মিস, ভেনেজুয়েলার মাঠে হোঁচট ব্রাজিলের
দুর্দান্ত এক ফ্রিকিকে প্রথমার্ধের শেষ দিকে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ছন্দে থাকা বার্সেলোনা তারকা রাফিনিয়া। তবে সেই লিড ধরে রাখতে পারেনি খুব বেশিক্ষণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় ভেনেজুয়েলা। পরে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও পেনাল্টি মিস করে বসেন ভিনিসিয়ুস জুনিয়র। তাতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় সেলেসাওদের।
ভেনেজুয়েলার মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। তাতে উরুগুয়েকে টপকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। তবে ব্রাজিলকে ফের টপকে জায়গার সুযোগ আগামীকালই পাচ্ছে উরুগুয়ে। ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ১৭। এক ম্যাচ কম খেলা উরুগুয়ের পয়েন্ট ১৬। ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা।
মাঝের বাজে সময় পেরিয়ে আগের দুই ম্যাচে জয় তুলে চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। চিলির মাঠে ২-১ গোলে জয়ের পর পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল দলটি। কিন্তু এদিন ভেনেজুয়েলার মাঠে আবারও হোঁচট খায় দলটি।
তবে ম্যাচের শুরুতে বেশ গোছানো ফুটবলই খেলে তারা। সে ধারায় গোলও পেয়ে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে সে ধারা ধরে রাখতে পারেনি তারা। প্রতিপক্ষের ভুলে নবম মিনিটেই দারুণ সুযোগ পায় তারা। উড়িয়ে মেরে সেই সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। ২২তম মিনিটে ভিনিসিয়ুসের শট বারপোস্টে লেগে ফিরে আসে।
৮৩তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। তবে বিরতির পর প্রথম সুযোগেই সমতায় ফেরে স্বাগতিকরা। জেফারসন সারাভিনোর কাটব্যাক থেকে জোরাল শটে ব্রাজিল খেলোয়াড়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তেলাস্কো সেগোভিয়া।
৫৯তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। পাল্টা আক্রমণে বক্সে ঢুকে যাওয়া ভিনিসিয়ুসকে ভেনেজুয়েলা গোলরক্ষক রাফায়েল রোমো ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে রিয়াল তারকা স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রোমো। ফিরতি বলেও সুযোগ ছিল। তবে লক্ষ্যে রাখতে পারেননি।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে লাল কার্ড দেখেন ভেনেজুয়েলার ডিফেন্ডার আলেকজান্দার গনজালেস। গাব্রিয়েল মার্তিনেল্লিকে ফাউল করার পর বল নিজের কাছে নিতে চাইলে তার দিকে ছুটে যান ভিনিসিয়ুস। এ সময় তার মুখে গনজালেসের হাত লাগলে তাকে লাল কার্ড দেখান রেফারি। এতে উত্তেজনা সৃষ্টি হয় দুই দলের মধ্যে। তবে এরপর আর গোল না হলে সমতায় শেষ হয় ম্যাচটি।
Comments