প্যারাগুয়ের বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
সবশেষ ম্যাচে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ ত্রয়ীকে প্রথমবারের মতো একত্রে শুরু করিয়ে বলিভিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ত্রয়ীর উপরই আস্থা রাখতে পারেন পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষেও।
আর্জেন্টিনার সবশেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন তিনি। সেই সঙ্গে একাদশে ফেরাও নিশ্চিত তার। সেক্ষেত্রে তার জায়গায় সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করা জেরেনিমো রুলিকে ছেড়ে দিতে হবে জায়গা।
গোলরক্ষকের বদল ছাড়া বলিভিয়ার বিপক্ষে খেলা একাদশেই কোচ লিওনেল স্কালোনি আস্থা রাখছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেন্টারব্যাক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে থাকছেন নিকোলাস ওতামেন্দি। দুই ফুলব্যাক নাহুয়েল মলিনা ও নিকোলাস তাগলিয়াফিকো।
সংবাদ সম্মেলনেও একই ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। একাদশ কেমন হবে জানতে চাইলে বলেন, 'আমি দলের বিষয়ে অনেকটাই সিদ্ধান্ত নিয়েছি, এটা বলিভিয়ার সঙ্গে খেলা শেষ ম্যাচের মতোই হবে। তবে খেলোয়াড়দের কাছে এটা নিশ্চিত করিনি, কারণ আমার কিছু সন্দেহ রয়েছে।'
সংবাদ অনুযায়ী স্কালোনির সন্দেহটা জিওভানি লো সোলসোকে প্রথম একাদশে খেলানোর বিষয়ে। আলোচনায় আছে লিয়েন্দ্রো পারাদেস ও থিয়াগো আলমাদার নামও। সেক্ষেত্রে ৪-৩-৩ ফর্মেশনের পরিবর্তে ৪-৪-২ পদ্ধতিতে খেলতে পারে দলটি। তবে মেসির সঙ্গে আলভারেজ ও লাউতারোর খেলার সম্ভাবনাই জোরালো।
প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এনজো ফার্নান্দেজ; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ।
Comments