নাফ নদী থেকে ৬ বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
কক্সবাজার থেকে ছয় বাংলাদেশি অপহরণের শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের তুলে নিয়ে গেছে।
আজ বুধবার দুপুরে ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশন অব টেকনাফ-সেন্টমার্টিন এর সভাপতি আব্দুর রাশাদ দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'সকালে কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রীবোঝাই দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। কয়েক ঘণ্টা পর নাফ নদীর নাইখণ্ডদিয়া এলাকা পার হওয়ার সময় দুটি ট্রলার ও ছয়জন স্টাফ অপহরণের শিকার হন।'
রাশাদ আরও বলেন, 'সম্ভবত আরাকান আর্মি তাদের অপহরণ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীকে আমরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।'
তবে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।
Comments