'১০০০ গোল করা' নিয়ে যা বললেন রোনালদো

ক্যারিয়ারে অনেক রেকর্ডই গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ভেঙেছেন অনেক কিংবদন্তিদের রেকর্ড। তবে এবার এমন এক মাইলফলকের সামনে রয়েছেন এই পর্তুগিজ, যেখানে এর আগে পৌঁছাতে পারেননি কেউই। নয়শ পেরিয়ে এক হাজার গোলের সামনে তিনি। ক্যারিয়ারের শেষ বেলায়ও যেভাবে খেলছেন তাতে এই মাইলফলক ছুঁয়ে ফেলতেও পারেন এই তারকা।

কিছু দিন আগেই ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে তার গোল সংখ্যা ৯০৮টি। এক হাজারের মাইলফলক পূর্ণ করতে এখনও ৯২টি গোল প্রয়োজন তার। এদিকে বয়স থেমে নেই। আগামী ফেব্রুয়ারিতেই ৪০ এ পা দিবেন তিনি। তাই এই রেকর্ড গড়তে পারবেন কি-না তাতে কিছুটা সন্দিহান হয়ে পড়েছেন তিনি।

তবে সম্ভাব্য যতদিন সম্ভব খেলার জন্য আগ্রহী রোনালদো। রোনালদোর সম্মানে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) আয়োজনে এক জমকালো পুরষ্কার অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় আল নাসর তারকা বলেন, 'আমি এখন আমার জীবনের এমন এক মুহূর্তে বেঁচে আছি যেখানে আমি আর দীর্ঘমেয়াদী ভাবতে পারি না।'

'আমি প্রকাশ্যে বলেছিলাম যে আমি ১০০০ গোলে পৌঁছাতে চাই। মনে হচ্ছে এখন সবকিছু সহজ, গত মাসে আমি ৯০০ গোলে পৌঁছেছি। জীবনের এই মুহূর্তে, আগামী কয়েক বছরে আমার পা কীভাবে সাড়া দেবে তা দেখার বিষয়। আমি যদি ১০০০ গোলে পৌঁছতে পারি, সেটা ভালো, কিন্তু যদি না করি... আমি ইতিমধ্যেই ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়,' যোগ করেন রোনালদো।

আগামী ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে আরও অনেক রেকর্ড গড়ার মালিক হতে পারবেন রোনালদো। ফিট থাকলে যে সেই বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে তার ইঙ্গিতও দিয়েছেন এফপিএফের সভাপতি ফার্নান্দো গোমেস, '২০ বছরেরও বেশি সময় ধরে পর্তুগিজ জাতীয় দলে কাজ করেছেন তিনি। পর্তুগিজ দলের প্রতিনিধিত্ব করার জন্য যদি এমন কেউ থাকেন যে ভালোবাসার পরিচয় দিয়েছেন, তিনি হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। একজন অ্যাম্বাসেডর যিনি জার্সি অনুভব করেন এবং পর্তুগালকে অনুভব করেন।'

Comments

The Daily Star  | English

Container service links Ctg to Karachi

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

2h ago