বগুড়ায় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আ. লীগ নেতার মৃত্যু

মৃত আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম রতন । ছবি: সংগৃহীত
মৃত আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম রতন । ছবি: সংগৃহীত

বগুড়া কারাগারে সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বগুড়া কারা কর্তৃপক্ষ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

মৃত আওয়ামী লীগ নেতার নাম শহিদুল ইসলাম রতন (৫৫)।

তিনি বগুড়া সদর উপজেলার গোদারপাড়া (দক্ষিণ) এলাকার মৃত কলিমউদ্দিনের ছেলে। সোমবার দিবাগত রাত ২ টার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেল সুপার ফারুক আহমেদ।

শহিদুল ইসলাম বগুড়া ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের এক নেতা।

গত ৪ অক্টোবর বিস্ফোরক মামলায় অভিযুক্ত শহিদুল ইসলামকে বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জেল সুপার।

শহিদুল কীভাবে মারা গেলেন, এ প্রশ্নের জবাবে জেল সুপার বলেন, 'এখানে আসার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ ও শ্বাসকষ্ট ছিল। কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ২টার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।  

সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। সুরতহাল ও ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই জেল সুপার।

Comments

The Daily Star  | English

Migration saw 22pc drop last year: report

A total of 1,011,856 people went abroad, a decrease of 293,597 compared to 1,305,856 people in 2023, according to BMET.

46m ago