তিন মামলায় সাবেক মন্ত্রী রাজ্জাক ১৫ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে দুই শিক্ষার্থী হত্যা এবং ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা তিন মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, আজ সোমবার রাজ্জাককে তিন মামলায় আদালতে হাজির করা হয়। প্রতি মামলায় সাত দিন করে রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত প্রতি মামলায় পাঁচদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলাগুলো হলো—সদর থানায় দায়ের করা স্কুলশিক্ষার্থী মারুফ মিয়া হত্যা মামলা, মির্জাপুর থানায় দায়ের করা কলেজশিক্ষার্থী ইমন হত্যা মামলা ও শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনায় মধুপুর থানায় দায়ের করা মামলা।
পিপি শফিকুল ইসলাম রিপন জানান, এর আগে ঢাকার বিভিন্ন মামলায় রিমান্ড শেষে রাজ্জাককে আজ বিকেলে টাঙ্গাইল নিয়ে আসা হয়। পরে টাঙ্গাইলে দায়ের করা মামলাগুলোতে রিমান্ডের আবেদন করে তাকে সংশ্লিষ্ট আদালতগুলোতে উপস্থাপন করে।
Comments