ম্যাচ হেরে রেফরির 'বড় ভুল' দেখছেন বার্সেলোনা কোচ

উড়তে থাকা বার্সেলোনা খেল আচমকা ধাক্কা। শক্তিতে বেশ পিছিয়ে থাকা রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গেছে হেনসি ফ্লিকের দল। তবে হারের জন্য রেফারির ভুলকে দায় দিচ্ছেন বার্সেলোনা কোচ। 

রোববার সান সেবাস্তিয়ানে লা লিগার ম্যাচে ১-০ গোলে হারে বার্সা। সোয়েসিয়েদাদের হয়ে ম্যাচ জেতানো একমাত্র গোল করেন শেরালদো বেকার। ৩৩ মিনিটে তার এই গোলই মৌসুমে বার্সাকে দেয় দ্বিতীয় হারের অভিজ্ঞতা। এই ম্যাচ জিতলে রিয়াল মাদ্রিদ থেকে ৯ পয়েন্টে এগিয়ে যেত বার্সা৷ হেরে যাওয়ায় এক ম্যাচ বেশি খেলে তারা এখন ৬ পয়েন্টে এগিয়ে।

পুরো ম্যাচে বিবর্ণ বার্সেলোনা ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো৷ তবে রবার্ট লেভানদোভস্কি বল জালে পাঠালেও ভিএআরে আসে অফ সাইডের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকেই ভুল বলছেন ফ্লিক। যদিও রিপ্লেতে দেখা যায় লেভানদোভস্কির বুটের সামান্য অংশ ছিলো অফ সাইডে।

তবে ফ্লিকের মতে, 'এটা ভুল সিদ্ধান্ত ছিল। পরিস্কারভাবে এটা স্পষ্ট। কিন্তু আমাদের মেনে নিতে হবে। রেফারি তাদ দোষ না, আমরা মানুষ। আমরা ভুল করি।  আর এটা ছিলো বড় ভুল।'

এদিন গোড়ালির চোটে একাদশে ছিলেন না তরুণ তারকা লামিন ইমায়াল। আক্রমণে ছিলো ধারও। ১১ শট নিয়ে একটাও লক্ষ্যে রাখতে পারেনি বার্সা৷ অন্যদিকে ১৪ শটের ৬টা লক্ষ্যে রাখে সোয়েসিয়েদাদ। রেফারির ভুল খুঁজে পেলেও নিজেদের খারাপ খেলার দায়ও দেখছেন ফ্লিক, 'হারের দায় আমাদের। আমরা দায়ী৷ আমরা আরও ভালো খেলতে পারতাম। সাধারণত আমরা গোল করি। আজ নিখুঁত ছিলাম না। আমার মনে হয় এটা স্রেফ একটা খারাপ দিন ছিলো।' 

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

5h ago