নিজেদের ওয়ানডে ইতিহাসে এমন বাজে অভিজ্ঞতা হয়নি অস্ট্রেলিয়ার

ছবি: এএফপি

পাকিস্তানের পেসারদের তোপে অ্যাডিলেডের পর পার্থেও বিধ্বস্ত হলো অস্ট্রেলিয়া। এতে বাজে অভিজ্ঞতার তেতো স্বাদ পেল তারা। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টানা দুই ওয়ানডেতে ৮ বা তার বেশি উইকেটের ব্যবধানে হারল দলটি।

রোববার ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে পাকিস্তান। ২০০২ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে তারা। পার্থ স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ১৪০ রানে গুটিয়ে দিয়ে ১৩৯ বল বাকি থাকতে তারা পৌঁছে যায় লক্ষ্যে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

এদিন রান তাড়ায় কেবল দুই ওপেনার সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিকের উইকেট খোয়ায় পাকিস্তান। অর্থাৎ অজিরা হেরেছে ৮ উইকেট। গত শুক্রবার আগের ম্যাচে তারা পরাস্ত হয় ৯ উইকেটে। প্যাট কামিন্সদের ১৬৩ রানে অলআউট করে স্রেফ আইয়ুবের উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সফরকারীরা।

১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরুর পর এই সংস্করণে এখন পর্যন্ত ১০০৮ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। ৬১৩টি জয়ের বিপরীতে তারা হেরেছে ৩৫২টি। টাই হয়েছে নয়টি। বাকি ৩৪টি ওয়ানডেতে কোনো ফল আসেনি। কিন্তু এই ৫৩ বছরে আগে কখনোই টানা দুই ম্যাচে অন্তত ৮ উইকেটের ব্যবধানে হারেনি অজিরা। এবার তাদেরকে সেই অচেনা স্বাদ দিল পাকিস্তানিরা।

মূলত পাকিস্তানের পেসারদের দাপটে নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া। সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে মোট ২৬ উইকেট নিয়েছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন মিলে। সিরিজসেরার পুরস্কার জিতেছেন গতিময় পেসার রউফ। তিন ম্যাচে মাত্র ১২ গড়ে তার শিকার ১০ উইকেট।

২০০২ সালেও প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে জয়ী হয়েছিল পাকিস্তান। সেবার সাবেক গতি তারকা শোয়েব আখতার ছিলেন তাদের জয়ের নায়ক। তিনি পরের দুই ম্যাচে অসাধারণ বোলিংয়ে নিয়েছিলেন ৭ উইকেট। এবার তার ভূমিকায় দেখা গেছে রউফকে। শেষ দুই ওয়ানডেতে তারও ঝুলিতে গেছে ৭ উইকেট।

Comments

The Daily Star  | English

Chief adviser returns home after joining COP29 in Baku

Chief Adviser Professor Muhammad Yunus returned home this evening wrapping up his Baku tour to attend the global climate meet Conference of Parties-29 (COP29)

1h ago