অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন

আফরোজা হোসেন, মুনিরা মিঠু, আহসান হাবিব নাসিম, মামুনুর রশীদ,
আফরোজা হোসেন। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আফরোজা হোসেন মৃত্যুবরণ করেছেন। আজ রোববার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে অভিনেত্রী মুনিরা মিঠু সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সঙ্গে কথা বলব? আমাকে কে সাহস দেবে? তোমার সন্তান নাঈমকে আমি কী বলে সান্তনা দেব?'

২০২২ সালে ক্যান্সার ধরা পড়ে আফরোজা হোসেনের। তারপর তা ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হেরে গেলেন বরেণ্য এই অভিনেত্রী।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, 'আফরোজা হোসেনের মৃত্যুর সংবাদ শুনেছি। তার মৃত্যুতে আমরা মর্মাহত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।'

মামুনুর রশীদের পরিচালনায় আনন্দ পাঠ আসরে প্রথম অভিনয় করেন আফরোজা হোসেন।

Comments