ট্রাম্পের জয়ে রাতারাতি ইলন মাস্কের সম্পদ বাড়ল ১৫ বিলিয়ন ডলার

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হু হু করে বাড়ছে ইলন মাস্কের সম্পদ।

সিএনএন আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের জয়ে মাস্কের সম্পদ রাতারাতি ১৫ বিলিয়ন ডলার বেড়ে গেছে।

তবে তার আগে ট্রাম্পের জন্য দু-হাত খুলে খরচ করেছেন মাস্ক। রিপাবলিকান শিবিরের নির্বাচনী প্রচারণায় তিনি প্রায় ১১৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, কেবল মাস্কের বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলার শেয়ারের দামই বেড়েছে ৪১১ মিলিয়ন ডলার।

এক লাফে ১৫ বিলিয়ন ডলার বেড়ে যাওয়ায় মাস্ক এ অর্থ দিয়ে এখন কী কী করতে পারেন, তারও একটি হিসেব দিয়েছে সিএনএন।

বলা হয়েছে, মাস্ক এই ১৫ বিলিয়ন ডলার থেকে বিশ্বের সব মানুষকে এক ডলার করে দিলেও যে অর্থ থাকবে তা দিয়ে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পুরো সম্পত্তি (তিন বিলিয়ন ডলার) কিনে নিতে পারেন।

তা ছাড়া, মাস্ক যদি নিজের কোম্পানি টেসলার তৈরি ব্যয়বহুল সাইবারট্রাকও কেনার কথা ভাবেন, তাহলে ১৫ বিলিয়ন ডলার দিয়ে প্রায় এক লাখ ৮২ হাজার সাইবারট্রাক কিনে ফেলতে পারবেন।

স্পোর্টসে বিনিয়োগের ইচ্ছে হলে ডালাস কাউবয়েসের মতো দলকেও কিনে নিতে পারেন। এজন্য গুনতে হবে ১০ বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণ অর্থ।

সিএনএন জানায়, মাস্কের ২৫০ বিলিয়ন ডলারের সম্পদ আছে বলে ধারণা করা হয়।

২০২১ সালে অত্যন্ত মেধাবী ও পাগলাটে এই প্রযুক্তি উদ্যোক্তা জানিয়েছিলেন যে, তিনি বছরে ১১ বিলিয়ন ডলারেরও বেশি কর প্রদান করেন।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

1h ago