গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে

গান বাংলা টেলিভিশন, কৌশিক হোসেন তাপস, গ্রেপ্তার,
কৌশিক হোসেন তাপস। ছবি: সংগৃহীত

গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।

গত সোমবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে গত ১৮ জুলাই কোটা আন্দোলনে রাজধানীর আজমপুরে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সেদিন তাপসকে আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে, আদালত ৬ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়য়। তাপস সহিংসতা ও ব্যবসায়ী ইশতিয়াককে হত্যার চেষ্টার বিষয়ে জানেন। তাই ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

নিজেকে নির্দোষ দাবি করে তাপস আদালতে বলেন, কোটা সংস্কার আন্দোলনকে তিনি সমর্থন করেছেন। তিনি পালাননি। তার কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই ইশতিয়াক আজমপুর হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। সেখানে তিনি গুলিবিদ্ধ হন।

তিনি নিজেই গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

24m ago