দলের বেহাল পারফরম্যান্সে দুশ্চিন্তায় রিয়াল কোচ
মাত্র কদিন আগেই নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়েছিলো রিয়াল মাদ্রিদ। সেই ক্ষতই এখনো দগদগে। এরমধ্যে তাদের নতুন করে যন্ত্রণা দিল এসি মিলান। এবার চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে বিধ্বস্ত হলো বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এমন অবস্থায় চিন্তায় পড়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
দিন দশেক আগে লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারা রিয়াল চ্যাম্পিয়ন্স লিগেও থাকল অচেনা। সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের সামনে এসি মিলানের কাছে হারল ৩-১ গোলে। এমন হার কোন রিয়াল সমর্থকেরই হজম হওয়ার কথা নয়, রিয়াল কোচেরও হচ্ছে না।
এসি মিলান ইতালিয়ান লিগেও খুব একটা ছন্দে নেই। এই দলটির বিপক্ষে এভাবে হারা অনেকে মানতেই পারছে না। ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, তারা বেশ ছন্নছাড়া অবস্থায় আছেন, 'দল ভালো খেলছে না, আমাদের দুশ্চিন্তা করতেই হচ্ছে। আমরা অগোছালো আছি। দল আরও গোছাতে হবে, অনেক গোল হজম করেছি আমরা। এসব নিয়ে কাজ করতে হবে।'
'এই মুহূর্তে দলের অবস্থার দিকে মনোযোগ দিতে হবে। দল সেরা অবস্থায় নেই। নিজেদের মান বাড়াতে হবে। সব প্রতিযোগিতায় যাতে লড়াই করা যায়।'
প্রশ্ন উঠছে রিয়াল কি নিজেদের তাতিয়ে দিতে পারছে না? মানসিকভাবেও কি পিছিয়ে পড়ছে? আনচেলত্তি অবশ্য সেদিকে যেতে চাইলেন না, তার মনে হচ্ছে মাঠের ভেতর কোন একটা কিছুর ঘাটতি রয়ে গেছে, 'আসলে প্রেরণার ঘাটতি বা মানসিক সমস্যা হয়নি। এটা সম্মিলিত একটা ব্যর্থতা। যত দ্রুত সব ঠিক করতে হবে। মাঠের ভেতর কিছু একটা ঠিকঠাক হচ্ছে না সেজন্য নিজেদের সেরা অবস্থা দেখাতে পারছি না। অবশ্যই এসব ঠিক করা লাগবে।'
Comments