‘আশা করছি বেশি কিছু হয়নি’, নতুন চোট নিয়ে নেইমার

Neymar

এক বছরের বেশি সময় পর মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই ফের চোট পেয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার চোটের খবর ভয় ধরিয়ে দিয়েছে সমর্থকদের মনে। তবে নেইমার নিজে আশ্বস্ত করেছেন যে এবারের চোটটা গুরুতর নয়।

এসিএল চোট সেরে দীর্ঘদিন পর গত সপ্তাহে আল-হিলালের হয়ে মাঠে ফেরেন নেইমার। বদলি নেমে প্রথম ম্যাচ খেলেন নিরাপদেই। দ্বিতীয় ম্যাচেও তাকে বদলি হিসেবেই নামানো হয়। বিরতির পর নেমে ৩০ মিনিটের বেশি খেলতে পারেননি এই তারকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

তার বেরিয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা প্রকাশ করতে থাকেন হতাশা। পরে ইন্সটাগ্রামে নেইমার নিজের আপডেট দিয়ে লেখেন, 'আশা করছি বেশি কিছু হয়নি। এটা স্বাভাবিক এক বছর পর ফিরলে এমন হতে পারে। চিকিৎসকরা আমাকে সতর্ক করেছেন, কাজেই আমাকে আরও সতর্ক হয়ে বেশি মিনিট খেলতে হবে।'

যদি ফিট থাকেন তাহলে ২৬ নভেম্বর  এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-সাদের বিপক্ষে আল-হিলালের হয়ে খেলবেন ৩২ পেরুনো ফরোয়ার্ড। যেটা হবে চলতি মৌসুমে ক্লাবের হয়ে তার তৃতীয় ম্যাচ।

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

5h ago