বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়: জাতীয় চার নেতাকে হত্যা

১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে। একইদিনে মোশতাক-ফারুক-রশীদদের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। সেদিন রাতে একটি ফ্লাইটে থাইল্যান্ডে চলে যান মেজর ডালিম, মেজর নূরসহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত বেশ কয়েকজন সেনাসদস্য।

আজকের স্টার এক্সপ্লেইন্সে চলুন জানি এই ঐতিহাসিক দিন ও নির্মম জেলহত্যা নিয়ে।

Comments

The Daily Star  | English

Consensus key to take Bangladesh forward: Yunus

"We are now working to bring our beloved Bangladesh back onto the path of equality, human dignity, and justice," he said

2h ago