ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ আজ, ২১ দিনে বরিশালে ৫৯৬ জেলের কারাদণ্ড

ভোলায় জেলেদের ইলিশ ধরার প্রস্তুতি। স্টার ফাইল ফটো

ইলিশ মাছ ধরার ওপর ২১ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে।

গত ২১ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ৬৩০ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩০ লাখ ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ রোববার বরিশাল বিভাগীয় মৎস্য অফিস সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

মৎস্য বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ ও বিপণন বন্ধ আছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও টাস্কফোর্স।

এ সময়ের মধ্যে বরিশাল বিভাগে ৩ হাজার ২১২টি অভিযান চালানো হয় এবং এক হাজার মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি এক হাজার ৪৯টি মামলা করা হয়েছে।

এছাড়া, বিভাগের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, মাছঘাট, আড়ত ও বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

মৎস্য বিভাগ জানায়, গত ২০ দিনের অভিযানে ১৭ হাজার ৭৩১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি এক কোটি তিন লাখ ২৭ হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

এছাড়া, নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৬ লাখ ৭১ হাজার ৪০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, 'গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা চলাকালে বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Is the govt secretly backing wrongdoers?

BNP acting chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of Lal Chand, alias Sohag, due to its silent support for such incidents of mob violence.

1h ago