হোপকে ছাপিয়ে লিভিংস্টোনের আগ্রাসী সেঞ্চুরি

Liam livingstone

শুরুতে ধাক্কা খাওয়ার পর প্রান্ত ধরে খেললেন শেই হোপ, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পেলেন সেঞ্চুরি। এরপর শেরফাইন রাদারফোর্ড, শেমরন হেটমায়ারদের ঝড়ে তিনশো ছাড়ানো চ্যালেঞ্জিং পুঁজি পেল ক্যারিবিয়ানরা। রান তাড়ায় ফিল সল্টের ভালো শুরুর পর ইংল্যান্ড অধিনায়ক লিয়াম লিভিংস্টোন নিলেন সব দায়িত্ব। তার আগ্রাসী সেঞ্চুরিতে দারুণ জয়ে সিরিজে ফিরল সফরকারীরা।

অ্যান্টিগায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে হোপের সেঞ্চুরিতে ৩২৮ করে ওয়েস্ট ইন্ডিজ। লিভিংস্টনের অপরাজিত ৮৫ বল ১২৪ রানের ইনিংসে ওই পুঁজি ১৫ বল আগে টপকে যায় ইংলিশরা। প্রথম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ জিতলেও দ্বিতীয়টি জিতে সিরিজে ফিরেছে তারা।

রান তাড়ায় সল্ট  ভালো শুরু আনলেও উইল জ্যাকস ও জর্ডান কক্স রান পানিনি। তবে দা৬ড়িয়ে যান জ্যাবক বেথেল। ৫৭ বলে ৫৫ করেন তিনি, সল্ট থামেন ৫৯ বলে ৫৯ করে।

পরে স্যাম কারানকে নিয়ে ১৪০ রানের দারুণ জুটিতে ম্যাচ বের করেন লিভিংস্টোন। কারান ৫২ বলে ৫২ করে থামলেও  ৮৫ বলে ৫ চার, ৯ ছক্কায় ম্যাচ জেতানো সেঞ্চুরিতে আলো ছড়ান লিভিংস্টোন।

এর আগে টস হেরে ব্যাট করতে গিয়ে ১২ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবিয়ানরা।। শুরুর দুটি উইকেটই নেন জন টার্নার। দলের বিপদে পরে হাল ধরেন হোপ, সঙ্গী পান কেসি কার্টিকে। এই দুজন যোগ করেন ১৪৩ রান। হোপ খেলেছেন কিছুটা রয়েসয়ে। কার্টি ৭৭ বলে ৭১ করে ফেরার পর প্রান্ত ধরে রাখানে হোপ।

তাকে এক পাশে রেখে রাদারফোর্ড ৩৬ বলে ৫৪, হেটমায়ার ১১ বলে ২৪ করে গতি বাড়ান স্কোরবোর্ডে। শেষ পর্যন্ত ১২৭ বলে ১১৭ রান করে থামেন হোপও। শেষ দিকে ম্যাথু ফোর্ড ১১ বলে ২৩ করলে তিনশো ছাড়ানো শক্ত পুঁজি পেয়েছিল স্বাগতিক দল। যা অবশ্য লিভিংস্টোনের কাছে আর শক্ত থাকেনি।

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago