প্রধান উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠানে সাফ বিজয়ী মেয়েরা

টানা দ্বিতীয়বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়ায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দেওয়ার অঙ্গীকার করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন বাংলাদেশ দলের মেয়েরা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন দলের ২৩ ফুটবলার। তাদের সঙ্গে রয়েছেন দলের ম্যানেজার মাহমুদা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলারও।

গত বৃহস্পতিবার, কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা অক্ষুণ্ণ রাখে বাংলাদেশ দল।

শুক্রবার ঢাকায় ফেরার পর জমকালো সংবর্ধনা পান চ্যাম্পিয়নরা। যেখানে একটি ছাদখোলা বাসে শহরের চারপাশে ভ্রমণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদর দফতরে পৌঁছান তারা। যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তাদের অভ্যর্থনা জানান।

এরমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকার চেক পেয়েছেন বিজয়ী মেয়েরা। এছাড়া তাদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

6h ago