সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ গোলশূন্য

ছবি: বাফুফে

আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো জম্পেশ। দুই দল জাল কাঁপানোর খুব কাছেও গেল একবার করে। কিন্তু তাদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়াল ক্রসবার। ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথমার্ধ শেষ হলো গোলশূন্যভাবে।

বুধবার কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। আশা জাগালেও কোনো দলই বিরতির আগে গোল করতে পারেনি। বাংলাদেশের তহুরা খাতুন ও নেপালের আমিশা কারকির শট প্রতিহত হয় ক্রসবারে লেগে।

প্রথমার্ধে বাংলাদেশ গোলমুখে নেয় ছয়টি শট। এর মধ্যে লক্ষ্যে ছিল দুটি। অন্যদিকে, নেপালও গোলমুখে চারটি শট নিয়ে লক্ষ্যে রাখে দুটি।

কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে বাংলাদেশ খেলতে নেমেছে একাদশে একটি পরিবর্তন এনে। ভুটানের বিপক্ষে সেমিফাইনালে খেলা মোসাম্মৎ সাগরিকার জায়গায় দলে ফিরেছেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। এই পরিবর্তন প্রত্যাশিতই ছিল। কারণ, চোটের কারণে সেমিতে খেলতে পারেননি শামসুন্নাহার জুনিয়র।

৪-৩-৩ ফরমেশন বেছে নেওয়া বাংলাদেশ দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। গোলরক্ষক আনজিলা তুম্বাপোর বদলে গোল-কিক নেওয়ার সময় পিছলে পড়ে যান নেপালের গিতা রানা। সামনেই থাকা ফরোয়ার্ড তহুরা বল পেয়ে ডি-বক্সের থেকে নেন শট। তা দুর্ভাগ্যজনকভাবে ক্রসবারে বাধা পেয়ে ফিরে আসে। এরপর আলগা বলে তহুরার হেড জমা পড়ে আনজিলার গ্লাভসে।

দশম মিনিটে ক্রসবারের কল্যাণেই বেঁচে যায় পিটার বাটলারের শিষ্যরা। মাঝমাঠ থেকে উড়ে আসা বল নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। সেই সুযোগে বল পেয়ে যান ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি। তার পাসে মিডফিল্ডার আমিশার দূরপাল্লার শট ক্রসবারে আটকে যায়।

২৪তম মিনিটে ডিফেন্ডার মাসুরা পারভিনের প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া শট পরীক্ষায় ফেলতে পারেনি আনজিলাকে। পরের মিনিটে ডানদিক থেকে আসা ক্রস লুফে নিতে ব্যর্থ হন রুপনা। সেখানে থাকা সাবিত্রা শট নেওয়ার আগেই বল ক্লিয়ার করেন ডিফেন্ডার আফঈদা খন্দকার।

৩৪তম মিনিটে নেপালের ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিডফিল্ডার মারিয়া মান্দার শট চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। পরের মিনিটে নেপালের গোলরক্ষকের ভুলে সুযোগ আসে মিডফিল্ডার মনিকা চাকমার সামনে। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। বল চলে যায় ফাঁকা গোলপোস্টের ওপর দিয়ে।

২০২২ সালে সাফের গত আসরেও ফাইনাল হয়েছিল এই দুই দলের মধ্যে। ভেন্যুও ছিল দশরথ স্টেডিয়াম। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ নারী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago