প্রকাশ্যে ট্রেলার, ফিডব্যাকের অপেক্ষায় পরীমনি

পরীমনি
পরীমনি। ছবি: স্টার

আগামী ৮ নভেম্বর হইচইতে মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব'। অনম বিশ্বাস পরিচালিত সিরিজটির ট্রেলার আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ্যে এলো।

জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মুক্তি দেওয়া হয় এই সিরিজের প্রথম ঝলক। এই ওয়েবসিরিজে অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজ নূর ইমরান।

কিঙ্কর আহসানের উপন্যাস 'রঙিলা কিতাব'র ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

পরীমনি বলেন, 'রঙিলা কিতাব আমার প্রথম ওয়েবসিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেলার মুক্তি পেল, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা।'

পরিচালক অনম বিশ্বাস বলেন, 'আশা করছি ট্রেলারটি দর্শক পছন্দ করবে। সিরিজটির প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি।'

'রঙিলা কিতাব' গল্পে দেখা যাবে বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। অন্তঃসত্ত্বা সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ওয়েবসিরিজটি।

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

38m ago