এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই হামজাকে চান ক্যাবরেরা
বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন বেশ কিছু দিন আগেই। তারপরও কিছু জটিলতায় সহসাই লাল-সবুজ জার্সি পরে খেলতে পারছেন না হামজা চৌধুরী। তার উপর চোটও বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে আগামী এপ্রিলে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ থেকেই লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডারকে বাংলাদেশ দলে চান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
পাসপোর্ট পাওয়ার পর ধারণা করা হয়েছিল আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা। এই নভেম্বরে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করতে পারলে আলাদাভাবে স্থানীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পেতে পারতেন তিনি।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যাবরেরা বলেন, 'ইতিবাচক বিষয় হলো, সে (হামজা) শীঘ্রই আমাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে। যদি আপনাকে বেছে নিতেই হয়, আমি তাকে এখনই দলে নিতে পছন্দ করব এবং আমরা যখন ঘরের মাঠে খেলব তখন সে আমাদের সমর্থক অনুভব করতে পারবে।'
'এই দুটি প্রীতি ম্যাচ হলেও খুবই গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ। তবে আমাদের নিশ্চিত করতে হবে যেন সে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই যোগ দিতে পারে। এবং ভালো ব্যাপার হলো সে অবশেষে সিদ্ধান্ত নিয়েছে যে সে আমাদের সাথে খেলতে চায়। ইতিবাচক বিষয় হচ্ছে সে বাংলাদেশ জাতীয় দলে খেলতে যাচ্ছে,' যোগ করেন এই স্প্যানিশ কোচ।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি বন্ধুত্বমূলক হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ। দুটি ম্যাচই জিততে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে দলের উন্নতির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এশিয়ান কাপ বাছাই পর্বের ড্রয়ে তৃতীয় পটে থাকার সুযোগ থাকছে। বর্তমানে ১৮৫তম স্থানে রয়েছে বাংলাদেশ।
'এটা আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। তাদের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পেরে আমরা খুব খুশি। যতটা সম্ভব জয় সম্ভব হলে দুটি জয় তুলে নেওয়ার ব্যাপারে আমরা খুবই ইতিবাচক। যদি আমরা দুটি ম্যাচেই জিততে পারি, আমরা সম্ভবত এশিয়ান কাপ বাছাইপর্বের পট তিনে থাকতে পারব। এটি পরের বছরের সূচির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হবে,' বলেন ক্যাবরেরা।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচদুটিকে সামনে রেখে আগামী ১ নভেম্বর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবেন ক্যাবরেরা। আগামী ১৪ নভেম্বর বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যোগ দেওয়ার আগে ১৪/১৫ জন খেলোয়াড় নিয়ে এ ক্যাম্প শুরু করতে চান এই কোচ।
Comments