ঢাবিতে লিফট দুর্ঘটনায় কর্মকর্তার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে লিফট দুর্ঘটনায় এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে এ ঘটনায় আহত ওই কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আবদুল্লাহ চারুকলা অনুষদের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (হিসাব) ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে যান ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাবি উপাচার্য।

ঘটনার প্রকৃত কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর বাইরে একটি সত্যানুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

16m ago