হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

হজ
প্রতি বছর সৌদি আরবে লাখো মুসলিম হজ ও ওমরাহ পালন করতে আসেন। ছবি : রয়টার্স

হজের প্রাথমিক নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে ৩০ নভেম্বরের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিতদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

এর আগে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন ২৩ অক্টোবরের মধ্যে শেষ করতে বলা হয়েছিল।

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

7h ago