রেকর্ড গড়ার পর আরও একটি সুখবর পেল মেসির মায়ামি
সাপোর্টার্স শিল্ড নিশ্চিত হয়েছিল আরও আগেই। তবে ইন্টার মায়ামির সামনে ছিল রেকর্ড গড়ার হাতছানি। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে গোল উৎসব করেই গড়ল সেই রেকর্ড। এরপর ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুখবর পেয়েছে দলটি।
রোববার বাংলাদেশ সময় ভোরে এমএলএসের ম্যাচে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে মায়ামি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে দারুণ এক হ্যাট্রিক করেছেন মেসি। এছাড়া জোড়া গোল পেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ।
এই জয়ে ৩৪ ম্যাচে মোট ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট মায়ামির। এতো এই রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ডেরই। ২০২১ সালে দলটির ৭৩ পয়েন্ট ছাড়িয়ে নতুন এই রেকর্ড গড়ে মেসির মায়ামি। এখন সামনে তাদের এমএলএস কাপ। তবে ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপে মায়ামির জায়গা পাওয়ার বিষয়টি ঘোষণা দেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।
যুক্তরাষ্ট্রেই আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিভিন্ন মহাদেশের ৩২ ক্লাবের এই টুর্নামেন্ট। চলতি বছরের প্রথমবারের মতো সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতে নেওয়ায় নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে মায়ামি। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে খেলবে দলটি।
এদিন মায়ামির শেষ লিগ ম্যাচ শেষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'আপনারা প্রমাণ করেছেন যে যুক্তরাষ্ট্রে মাঠের পারফরম্যান্সে আপনারা নিয়মিত সেরা। এজন্য আমি গর্বিত যে আপনারা ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।'
ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত ৩১ টি দল চূড়ান্ত হয়েছে। এই প্রতিযোগিতায় ইউরোপ থেকে ১২টি, লাতিন আমেরিকার ৬টি, উত্তর আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপের কনকাকাফ মিলিয়ে ৪টি, এশিয়ার ৪টি, আফ্রিকা থেকে ৪টি এবং বাকি ২টি স্পট ওশেনিয়া মহাদেশের জন্য রাখা হয়েছে।
Comments