ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও দুর্গাপূজায় ২ দিন ছুটি
আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালে ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির ঘোষণা হয়।
জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১২ দিন সাধারণ ছুটি থাকবে। এ ছুটির মধ্যে ৫ দিন সাপ্তাহিক ছুটি।
এছাড়া, বাংলা নববর্ষ ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটি।
তালিকা অনুযায়ী দুই ঈদে একদিন করে সাধারণ ছুটি থাকবে। বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে।
দুর্গাপূজায় দশমীর একদিন সাধারণ ছুটি এবং নবমীতে নির্বাহী আদেশের ছুটি থাকবে।
এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়েছে সরকার।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর প্রস্তাব করে যেটি আজ উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল।
বর্তমানে প্রতি ঈদে তিন দিন এবং দুর্গাপূজার একদিন সরকারি ছুটি রয়েছে।
Comments