বাঁচানো গেল না আহত হাতিটিকে

রোববার রাত সাড়ে ৮টার দিকে বনের ভেতর দিয়ে চলে যাওয়া রেললাইন পার হতে গেলে ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনটি হাতিটিকে ধাক্কা দেয়।
চুনতি অভয়ারণ্যে আহত হাতিটির চিকিৎসা দিচ্ছেন বন বিভাগের কর্মীরা। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটি মারা গেছে।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, হাতিটির বয়স আনুমানিক ১০-১২ বছর।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বনের ভেতর দিয়ে চলে যাওয়া রেললাইন পার হতে গেলে ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনটি হাতিটিকে ধাক্কা দেয়।

এতে মাদী হাতিটির একটি পা ভেঙে যায়। এরপর আনুমানিক চিকিৎসার জন্য হাতিটিকে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে নেওয়া হয়েছিল। সেখানে একজন ভেটেরিনারি সার্জনকে আনা হয়।

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 12:30pm

23m ago