পেরুর বিপক্ষে তিনটি পরিবর্তন আনতে পারে ব্রাজিল
সাম্প্রতিক সময়টা একেবারেই যাচ্ছিল না ব্রাজিলের। তবে চিলির বিপক্ষে দারুণ জয়ে স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে। এবার সে ধারা পেরুর বিপক্ষেও ধরে রাখতে চায় দলটি। তবে এই ম্যাচের প্রথম একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও'গ্লোবো।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল সকালে পেরুকে আতিথেয়তা দেবে ব্রাজিল। ব্রাসিলিয়ার অ্যারেনা গারিঞ্চায় সকাল পৌনে ৭টায় শুরু হবে এই ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের অনেকটাই কাছাকাছি চলে আসবে দলটি।
ব্রাজিলের জন্য বড় ধাক্কা হতে পারে লুকাস পাকেতার অনুপস্থিতি। একাধিক হলুদ কার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। তার জায়গায় ব্রুনো গিমারেসকে দেখা যেতে পারে শুরুর একাদশে। এছাড়া মাঝমাঠে আন্দ্রের জায়গায় দেখা যেতে পারে গারসেনকে। এছাড়া অপর পরিবর্তনটি হতে পারে রক্ষণভাগে। দানিলোর পরিবর্তে শুরু থেকে খেলতে পারেন ভ্যান্দারসন।
চিলির বিপক্ষে অভিষেকেই গোল করা ইগর জেসুস পেরুর বিপক্ষেও থাকছেন শুরুর একাদশে। ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন এই তরুণ। তার ক্লাব সতীর্থ লুইজ হেনরিককেও দেখা যেতে পারে প্রথম একাদশে। বদলি নেমে চিলির বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জয়ের নায়ক ছিলেন তিনি।
পেরুর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
এদেরসন মোয়ারেস; ভ্যান্দারসন, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, আবনার; ব্রুনো গিমারেস, গারসন; সাভিনহো, রাফিনহা, রদ্রিগো, ইগোর জেসুস।
Comments