কোলো মুয়ানির ঝলকে মুগ্ধ দেশম

Randal Kolo Muani

দলের সেরা তারকা কিলিয়ান এমবাপে ছিলেন না। গুরুত্বপূর্ণ ম্যাচে সেই অভাব টের পেতে দেননি রোনাল্ড কোলো মুয়ানি। জোড়া গোলে নেশন্স লিগে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সকে জয় এনে দিয়েছেন তিনি। এই ফরোয়ার্ডকে নিয়ে তাই ভীষণ উচ্ছ্বসিত কোচ দিদিয়ের দেশম।

সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-১ গোলে জিতেছে ফ্রান্স। দলের হয়ে দুটি গোলই করেন কোলো মুয়ানি।

৩৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথমে দলকে এগিয়ে নেন তিনি। বিরতির আগে বেলজিয়াম লুইস ওপেন্দার গোলে সমতায় ফিরে আসে। বিরতির পর দারুণ হেডে দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড।

পুরো ম্যাচ জুড়ে কোলো মুয়ানির পারফরম্যান্স ছিলো নজরকাড়া। সেটা কোচ দেশমকে দিয়েছে তৃপ্তি, 'সে খুবই ঝলমলে, দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলে। তার নির্দিষ্ট কিছু গুণ আছে। বল পায়ে যখন ছুটে যায় তখন প্রবল উপস্থিতি বোঝা যায়। খুব ভালো হেড করে, আমাদের জন্য সফলতা নিয়ে আসে সব সময়।'

এদিন শুরুতে দাপট দেখাচ্ছিল বেলজিয়াম। তবে প্রথম আধঘণ্টার পর ম্যাচের লাগাম নেয় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় দফায় এগিয়ে যাওয়ার পর ৭৬ মিনিটে চুয়ামেনি লাল কার্ড পেলে ধাক্কা খায় ফরাসীরা। তবে শেষের কয়েক মিনিট তারা সামাল দিয়ে ফেলে পরিস্থিতি। সব মিলিয়ে সন্তুষ্টি দেশমের,  'আমরা শুরুতে নড়বড়ে ছিলাম। কিছু ভুলও করেছি। তবে দ্রুতই আক্রমণে উঠেছি। বিশেষ করে শেষ দিকে ১০ জন নিয়ে খেলা জিততে পারা গুরুত্বপূর্ণ, আমরা খুশি।'

এদিকে নেশন্স লিগের আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি।

Comments

The Daily Star  | English

Corruption still a significant obstacle to doing business in Bangladesh: CPD 

Around 17% of businesses identified corruption as biggest challenge, according to a CPD survey 

37m ago