শেবাচিম হাসপাতালের আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন মেডিসিন ভবনের নিচতলায় গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। তাদের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, 'সকাল ৯টা ৫০ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। হাসপাতালের গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে।'
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করছেন তারা।
তিনি বলেন, 'আগুন নেভাতে আমাদের নয়টি ইউনিটের সদস্য কাজ করেছেন। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।'
'হাসপাতালে যেসব জায়গায় রোগীরা রয়েছেন সেখানে আগুন নেই। তবে, আগুনের ধোঁয়া সব জায়গায় ছড়িয়ে পড়ায় সবাই আতঙ্ক রয়েছেন,' যোগ করেন তিনি।
তিনি জানান, আগুনে কাগজপত্র ও ওষুধ পুড়ে গেছে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, 'মেডিসিন ইউনিটের একটি গোডাউনে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। কোনো হতাহতের তথ্য এখনো আমাদের কাছে নেই।'
হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে রোগীদের স্বজনরা আতঙ্কিত হয়ে পরেছেন। অনেকেই হাসপাতাল ছেড়ে বাইরে চলে এসেছেন।
হেলাল উদ্দিন বলেন, 'রোগীদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি হাসপাতালের আনসার সদস্যরা গুরুতর রোগীদের নামিয়ে আনতে সাহায্য করছেন।'
Comments