যৌথবাহিনী পরিচয়ে বাড়িতে ঢুকে ৬০ ভরি স্বর্ণ ৭৫ লাখ টাকা লুটের অভিযোগ
ঢাকার মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে যৌথবাহিনীর পরিচয় দিয়ে অভিযান চালানোর নামে প্রবেশ করে ৬০ ভরি স্বর্ণালংকার ও ৭৫ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের তিনরাস্তার মোড়ে আবু কোম্পানির বাড়ির তৃতীয়তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পোশাক পড়া ৮-১০ জন তাদের বাসা গিয়ে যৌথবাহিনী পরিচয় দিয়ে দাবি করেন যে অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে এসেছেন। এরপর তারা বাসার ভেতরে ব্যাপক তল্লাশি ও ভাঙচুর চালান। একপর্যায়ে বাসায় থাকা ৬০ ভরি স্বর্ণালংকার ও ৭৫ লাখ টাকা নিয়ে চলে যান।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। মামলা হলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি বলেন, 'ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল। আমরা সেখান থেকে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পড়া একটি দল ওই বাসায় ঢুকছে।'
'তদন্ত সাপেক্ষে বাকি বিষয় জানানো যাবে,' যোগ করেন তিনি।
Comments