জ্বালানি সংকট দূর করতে বাপেক্স আরও ১৫০ কূপ খনন করবে: জ্বালানি উপদেষ্টা

‘দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের চার হাজার এমসি গ্যাস দরকার, সেখানে তিন হাজার এমসি পাচ্ছি।'
মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট দূর করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে আরও ১৫০টি কূপ খনন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, 'দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের চার হাজার এমসি গ্যাস দরকার, সেখানে তিন হাজার এমসি পাচ্ছি। ফলে, আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এ জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়।'

আজ শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) কূপ খনন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে জ্বালানিখাতে ব্যাপক লুটপাট হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকারের সময়ে উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে রাখা হবে এবং কোথাও কোনো দুর্নীতি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি বলেন, 'বাসা-বাড়িতে গ্যাসের নতুন সংযোগ দেওয়ার বিষয়ে সরকারের এখনো কোনো পরিকল্পনা নেই। দেশের গ্যাস সরবরাহ বাড়লে বিষয়টি বিবেচনা করা হবে।'

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকটের কারণে শিল্প ও বাসা-বাড়িতে ভোগান্তি হচ্ছে বলে স্বীকার করেন উপদেষ্টা।

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 12:30pm

27m ago