নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসায় ট্রাক, ১০ শিক্ষার্থী আহত

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় গতকাল বুধবার রাতে পণ্যবোঝাই ট্রাক ঢুকে পড়ে। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকায় তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায় গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ট্রাকের ধাক্কায় মাদ্রাসার দেয়াল ভেঙে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীরা এতে চাপা পড়ে বলে জানা গেছে। গুরুতর আহত ৪ শিক্ষার্থীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ নুর আলম দ্য ডেইলি স্টারকে জানান, মাদ্রাসাটি রাস্তা সংলগ্ন হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। শিক্ষক-শিক্ষার্থীদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়।

ওসি আব্দুল কাদের জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt takes first step to join China-led trade bloc

The commerce ministry on Monday sent a letter of consent to the foreign ministry, requesting Bangladesh’s entry into the China-led Regional Comprehensive Economic Partnership (RCEP), the world’s largest trade pact.

9h ago