কৃষি মার্কেট ও ফকিরাপুল কাঁচাবাজারে অভিযান, ১২ হাজার ৫০০ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বুধবার সকালে রাজধানীর মোহাম্মপুর কৃষি মার্কেট কাঁচাবাজারে ও ফকিরাপুল কাঁচাবাজারে দুটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদপুর কৃষি মার্কেট তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, সবজি ও মুরগির বাজার তদারকি করা হয়। মূল্য তালিকা সঠিকভাবে না টানানো, দাম যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, বিভিন্ন মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পার্কিং থেকে দোকান সরিয়ে নিতে বাজার কমিটিকে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

অন্যদিকে ফকিরাপুল কাঁচাবাজার ঘুরে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে তদারকি টিম। অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ।

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago