পিএসসির চেয়ারম্যান সোহরাব ও ১২ সদস্যের পদত্যাগ

Sohrab Hossain-1.jpg
মো. সোহরাব হোসাইন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও ১২ জন সদস্য পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান ও কমিশনের ১২ জন সদস্য পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে।

পিএসসির মোট সদস্য সংখ্যা ১৪ জন। তাদের মধ্যে পদত্যাগ করেছেন ফয়েজ আহম্মদ, ও এন সিদ্দিকা খানম, অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, জাহিদুর রশিদ, অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, কে এম আলী আজম, মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মো. মাকছুদুর রহমান, ড. মোছাম্মৎ নাজমানারা খাতুন ও অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

সদস্যদের মধ্যে হেলালুদ্দিন আহমদ ও মোহা. শফিকুল ইসলাম এখনো পদত্যাগপত্র জমা দেননি।

পিএসসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মো. সোহরাব হোসাইন ২০২০ সালের ২১ সেপ্টেম্বর পিএসসির চেয়ারম্যান পদে যোগদান করেন।

পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হন তিনি। আগামী বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে।

বিভিন্ন সরকারি চাকরি ও পদে নিয়োগে জন্য গঠিত পিএসসি একটি সাংবিধানিক সংস্থা।

Comments

The Daily Star  | English

65pc of suicide victims among students are teens: survey

Teenagers (aged 13-19) made up 65.7% of 310 students who died by suicide in 2024, according to a survey by Aachol Foundation.

1h ago