আবু সাঈদকে নিয়ে মন্তব্য

বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীর বিরুদ্ধে মামলা

তাপসী তাবাসসুম উর্মি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বরখাস্তকৃত লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালতে এই মামলা করেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবী খাদেমুল ইসলাম।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের ‍গুলিতে প্রথম নিহত হন।

 

Comments

The Daily Star  | English

Eid-ul-Azha to be celebrated on June 7

The holy Eid-ul-Azha, one of the biggest religious festivals of the Muslims, will be celebrated across the country on June 7 as the moon of Zilhaj was sighted in Bangladesh sky today

Now