জানুয়ারিতেই আলেকজান্ডার-আর্নল্ডকে চায় রিয়াল
চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে ইংলিশ রাইট-ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের। আগামী মৌসুমে তাকে ফ্রি ট্রান্সফারে দলে টানার পরিকল্পনা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার দানি কারবাহালের গুরুতর ইনজুরিতে আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই তাকে চাইছে লস ব্লাঙ্কোসরা।
ক্রীড়াভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত জানিয়েছে, কারবাহালের অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে নিজেদের পরিকল্পনা থেকে সরে এসেছে রিয়াল। আগামী জানুয়ারিতেই একজন ভালো মানের ডিফেন্ডার কিনতে চায় তারা। তাদের প্রথম লক্ষ্য আলেকজান্ডার-আর্নল্ডকে দলভুক্ত করা। যিনি কি-না সেন্টার ব্যাক এমনকি মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন।
গত মৌসুমেই আলেকজান্ডার-আর্নল্ডের সঙ্গে আলোচনা করে রিয়াল। লিভারপুলে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ ডিফেন্ডার। তাই অপেক্ষা ছিল মৌসুম শেষে তার ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার। কিন্তু কারবাহালের ইনজুরিতে পরিস্থিতি যায় পাল্টে।
বর্তমানে ডিফেন্ডার সংকটে ভুগছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এই মুহূর্তে ফিট ছয় জন ডিফেন্ডার রয়েছে দলে। যার মধ্যে রয়েছেন হেসুস ভায়েহোও, যিনি দলটির পরিকল্পনাতে নেই। শেষ পাঁচটি মৌসুমে ধারে খেলেছেন বিভিন্ন ক্লাবের হয়ে। যে কারণে জানুয়ারিতেই একজন ডিফেন্ডার অন্তর্ভুক্ত করতে চাইছে ক্লাবটি।
রিয়ালে রাইট-ব্যাক হিসেবে রয়েছেন কেবল লুকাস ভাসকেজ। আর সেন্টার ব্যাক হিসেবে আছেন এদের মিলিতাও, আন্তনিও রুদিগার ও ভালেহো। কেবল লেফট-ব্যাক পজিশনেই একাধিক বিকল্প রয়েছে তাদের। যেখানে রয়েছেন ফ্রাঙ্ক গার্সিয়া ও ফেরলান্দ মেন্দি। তবে আরলিয়ান চুয়ামিনিকে দিয়ে গত মৌসুম থেকেই রক্ষণের কাজ চালাচ্ছেন আনচেলত্তি।
চলতি মৌসুমে নতুন খেলোয়াড় কেনায় খুব একটা আগ্রহী ছিলেন না মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। মূলত বাজেট বিপর্যস্ত না করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একজন ডিফেন্ডার কেনার বিকল্প দেখছে ক্লাবটি। অন্যথায় সর্বোচ্চ পর্যায়ে লড়াই করা কিছুটা হলেও কঠিন হয়ে যাবে দলটির জন্য।
Comments