প্রথমবারের মতো ক্যাসিনো খোলার লাইসেন্স দিলো আমিরাতে

আরব আমিরাতের রাস আল খাইমাহ অঞ্চল। ফাইল ছবি: রয়টার্স
আরব আমিরাতের রাস আল খাইমাহ অঞ্চল। ফাইল ছবি: রয়টার্স

প্রথমবারের মতো একটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে জুয়ার ব্যবসা করার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক উইন রিসোর্টস পেয়েছে এই লাইসেন্স।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) উইন রিসোর্টসের পক্ষ থেকে লাইসেন্সপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

আরব আমিরাতের বাণিজ্যিক গেমিং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই লাইসেন্স দেওয়া হয়েছে।

লাস ভেগাসের উইন রিসোর্টস আরব আমিরাতে ক্যাসিনো খোলার লাইসেন্স পেয়েছে। ফাইল ছবি: সংগৃহীত
লাস ভেগাসের উইন রিসোর্টস আরব আমিরাতে ক্যাসিনো খোলার লাইসেন্স পেয়েছে। ফাইল ছবি: সংগৃহীত

লাস ভেগাস ভিত্তিক ক্যাসিনো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, 'তারা রাস আল খাইমা অঞ্চলের উইন আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল অবকাশকেন্দ্র (রিসোর্ট) নির্মাণ করছে। সেখানেই প্রতিষ্ঠিত হবে আরব আমিরাতের প্রথম ক্যাসিনো।

সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে চলমান তীব্র অর্থনৈতিক প্রতিযোগিতার মুখে এই পদক্ষেপ নিল আরব আমিরাত।

এ অঞ্চলের বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে গত মাসেও এক দফা উদার আইনি সংস্কার এনেছে আরব আমিরাত সরকার। 

যুক্তরাষ্ট্রভিত্তিক এমজিএম রিসোর্টসও আবুধাবিতে তাদের একটি অবকাশকেন্দ্রে ক্যাসিনো লাইসেন্স দেওয়ার জন্য আবেদন করেছে।

 

Comments