হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ শুক্রবার সকালে ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

ডিএমপি উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া, পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। সেলিমকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন।

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently.

53m ago