আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন নিকোলাস

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য গত বুধবারই ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তবে এর কয়েক ঘণ্টা পরই চোটে পড়েন নিকোলাস গঞ্জালেজ। যে কারণে বাধ্য হয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে তাদের।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের দশম মিনিটেই পায়ে অস্বস্তি বোধ করেন নিকোলাস। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা চালানোর পর শেষ পর্যন্ত তাকে তুলে নেন কোচ থিয়াগো মোত্তা।

এক বিবৃতি দিয়ে নিকোলাসের ডান পায়ের ঊরুর চোটের বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্তাস কর্তৃপক্ষ। তবে এই চোট থেকে সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে তা জানায়নি তারা। তবে ধারণা করা হচ্ছে, গুরুতর না হলেও এক মাসের মতো সময় লাগতে পারে তার।

স্কালোনির দলের নিয়মিত একজন সদস্য নিকো। মূলত লেফট-উইংয়ে খেললেও, ফুল ব্যাক, মিডফিল্ডার এমনকি লেফট-উইং স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন তিনি। বিশকাপ বাছাই পর্বের প্রতিটি ম্যাচেই খেলেছেন। কোপা আমেরিকার ছয় ম্যাচের মধ্যে খেলেছেন পাঁচ ম্যাচ।

এদিকে, স্কালোনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিকোলাসের বদলি খেলোয়াড়ের নাম জানাবেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। জানা গেছে, প্রাথমিকভাবে স্কোয়াডে ডাক পাওয়ার তালিকায় আছেন তিন খেলোয়াড় -মাতিয়াস সোলে, ভ্যালেন্তিন কাস্তেলানোস এবং জিউলিয়ানো সিমিওনে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বর্তমানে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। নবম রাউন্ডের ম্যাচে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে নামছে আর্জেন্টিনা। এরপর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে তারা খেলবে ১৫ অক্টোবর।

Comments

The Daily Star  | English

Yunus urges patience, promises polls roadmap soon after electoral reforms

He said the election train has started its journey and will not stop

33m ago