তিতাসের প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ বন্ধ থাকবে শুক্র-শনিবার

আগামী শুক্র ও শনিবার তিতাসের প্রিপেইড মিটারের কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে। আজ এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

এই অবস্থায় অনাকাঙ্ক্ষাতি পরিস্থিতি এড়াতে প্রি-পেইড মিটারের গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে কোম্পানিটি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর রাত ১২টা হতে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার) পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য 'উপায়' এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে।

তবে অন্য যেসব মাধ্যমে প্রিপেইড মিটারের কার্ড রিচার্জ করা যায় সেগুলো চালু থাকবে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago