বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির: পররাষ্ট্র উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি | ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সম্মেলনের সাইডলাইনে দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনটি প্রাথমিকভাবে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে স্থগিত করা হয়।

থাইল্যান্ড সংস্থার পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজক হচ্ছে, যেখানে বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে।

এদিকে নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনকালে (ইউএনজিএ) সময়সূচির অমিলের কারণে বাংলাদেশ ও ভারত সরকার প্রধানদের মধ্যে কোনো বৈঠক হয়নি।

অধিবেশন চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের ফলাফল সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উভয়পক্ষই বাংলাদেশ ও ভারতের মধ্যে জোরদার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

তিনি বলেন, 'আমরা একমত যে, আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা বাংলাদেশ ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, 'তিনি (ভারতের পররাষ্ট্রমন্ত্রী) আশা প্রকাশ করেছেন যে, শিগগির ভিসা ব্যবস্থা পুনরায় চালু হবে।'

ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমি তাকে আশ্বস্ত করেছি যে, নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অন্য কোনো বাইরের দেশ উদ্বেগ প্রকাশ করেনি।'

বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে।

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

41m ago