নাসরাল্লাহর উত্তরসূরি নিয়োগের খবর ‘সত্য নয়’ বলে জানাল হিজবুল্লাহ

হিজবুল্লাহর লোগো। ছবি: সংগৃহীত
হিজবুল্লাহর লোগো। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। হামলার রেশ না মিটতেই গুজব ছড়িয়ে পড়ে, নতুন নেতা বেছে নিয়েছে হিজবুল্লাহ। 

এই গুজব অস্বীকার করে আজ সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হিজবুল্লাহর জনসংযোগ বিভাগ।

আজ সোমবার এ বিষয়টি জানিয়েছে ইরানের সরকারি গণমাধ্যম ইরনা।

বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব হাসান নাসরাল্লাহর উত্তরসূরি নিয়োগ সংক্রান্ত সব জল্পনা কল্পনা মিথ্যে।

বিবৃতি মতে, নাসরাল্লাহর স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো নির্ধারণ হয়নি। 'হিজবুল্লাহর নতুন প্রধান দায়িত্ব নিয়েছেন'—এ বিষয়টিকে গুজব বলে অভিহিত করেছে হিজবুল্লাহ।

বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহর যেকোনো উদ্যোগ সংক্রান্ত সংবাদ বৈধতা পাবে শুধু তখনই, যখন তা হিজবুল্লাহর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে।

২৮ সেপ্টেম্বর শনিবার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নাসরাল্লাহ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।

আজ দিনের শুরুতে গুজব ছড়িয়ে পড়ে, নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাফিএদ্দিন হিজবুল্লাহ প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ঘটনার পরই এই বিবৃতি প্রকাশ করে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাফিএদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত
হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান হাশেম সাফিএদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বসে নাসরাল্লাহকে হত্যার নির্দেশ দেন।

নিহত হওয়ার আগে হিজবুল্লাহকে ৩২ বছর নেতৃত্ব দেন নাসরাল্লাহ (৬৪)

Comments

The Daily Star  | English

Yunus urges Pakistan PM to settle issues of 1971

The two leaders also expressed their desire to extend cooperation in new areas

1h ago