প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ

রপ্তানির আগে ইলিশের মান পরীক্ষা চলছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আসন্ন দুর্গাপুজা উপলক্ষে ভারতে ১২ মেট্রিকটন ইলিশের প্রথম চালান পাঠানোর খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশের প্রথম চালান গেছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, ভারতের কলকাতার দুই আমদানিকারক প্রতিষ্ঠান আর এস এন্টারপ্রাইজ ও আর জে এন্টারপ্রাইজের  তিনটি ট্রাকে করে ১২ টন ইলিশ বেনাপোল থেকে ভারতের প্রেট্রাপোল বন্দরে পৌঁছেছে।

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো—সাজ্জাদ এন্টারপ্রাইজ, স্বর্ণালি এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তা থেকে সরে এসে তারা শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।

বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানান বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আসওয়াদুল ইসলাম।

প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার করে নির্ধারণ করা হয়েছে বলেও জানান আসওয়াদুল।

 

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago