ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে হায়াতুন নেছা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলার জামির্তা ইউনিয়নের হাতনী এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারী তার ছেলের মোটরসাইকেল থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

হায়াতুন একই উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আলী হোসেনের স্ত্রী।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, হায়াতুন নেছা ছেলের মোটরসাইকেলে চান্দহর এলাকায় তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। হাতনী এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পাশাপাশি দুটি ট্রাককে জায়গা দিতে গেলে মোটরসাইকেলের পেছন থেকে হায়াতুন সড়কে ছিটকে পড়েন। সে সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা ট্রাকচালককে আটক করে থানায় সোপর্দ করেন।

Comments

The Daily Star  | English

If rates are raised on savings certificates, no one will keep money in banks: Salehuddin

He says reforming banking sector needs time and an elected government’s mandate

6m ago