খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ চাইছেন বার্সেলোনা কোচ
লা লিগায় এবার উড়ন্ত সূচনা করেছে বার্সেলোনা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে শুরুতেই হার। তাও অপেক্ষাকৃত দুর্বল মোনাকোর বিপক্ষে। ইউরোপীয় পর্যায়ে গত তিন বছর থেকেই ধুঁকছে দলটি। তবে সেই ধাক্কা সামলে ভিয়ারিয়ালের বিপক্ষেই ঘুরে দাঁড়াতে মরিয়া বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। এরজন্য খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ চাইছেন এই জার্মান কোচ।
আগামীকাল রোববার ভিয়ারিয়ালের মাঠে নামছে বার্সেলোনা। এই ম্যাচের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর তাগিদ দিয়েছেন কোচ ফ্লিক। যদিও লিগে টানা পাঁচ ম্যাচ জিতে শীর্ষে রয়েছে তারা। তবে মোনাকোর বিপক্ষে হারের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি দলটি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শনিবার ফ্লিক বলেছেন, 'আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন তখন আপনি সবসময় ভাববেন যে ম্যাচ জিতবেন। প্রথম ম্যাচগুলোতে, আমরা যা দেখেছি তাতে স্পষ্টতই এটাই আমাদের ধারণা। আমি জানি যে আমরা মোনাকোর বিপক্ষে হেরেছি এবং আমরা কীভাবে ৪-৪-১ দিয়ে রক্ষণ করেছি তা নিয়ে কথা বলেছি, যা আমরা ভালো করেছি।'
খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ প্রত্যাশা করে এই কোচ বলেন, 'একজন খেলোয়াড় মাত্র ৮০ শতাংশ দিলে আমাদের সমস্যা হয়, তাই আমরা খেলোয়াড়দের শিখিয়েছি কীভাবে ভিয়ারিয়ালের মতো ভালো দলের মুখোমুখি হতে হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস খেলার পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ, সবাই জানে তাদের কোন ক্ষেত্র কভার করতে হবে।'
মোনাকো ম্যাচে হারলেও সেখানে ইতিবাচক অনেক দিকও দেখছেন ফ্লিক, 'মোনাকো ম্যাচের পর আমরা সবকিছু বিশ্লেষণ করে অনেক ইতিবাচক দিক দেখেছি। এটা সত্য যে আমরা হেরেছি এবং এখন আমরা ভিলারিয়ালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং একই লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। আমরা চ্যাম্পিয়ন্স লিগে ১০ জন নিয়ে অনেক সময় খেলেছি।'
'এখন আমি ভিয়ারিয়াল নিয়ে খুব ইতিবাচক চিন্তা করছি। তারা শক্তিশালী, আক্রমণে খুব মনোযোগী। তাদের খেলা দেখা এবং বিশ্লেষণ করাও ভালো। প্রেস কী বলে আমি তা নিয়ে খুব বেশি চিন্তিত নই এবং আমরা জিতি বা হারি না কেন খেলোয়াড়দের উন্নতির জন্য আমাদের সৎ হতে হবে। জয় সবসময়ই ভালো কিন্তু আমাদের পরাজয় মেনে নিতে হবে,' যোগ করেন এই কোচ।
Comments