নারায়ণগঞ্জে দেশ টিভির সাংবাদিককে পিটিয়ে আহত, একজন পুলিশ হেফাজতে

আহত সাংবাদিক বিল্লাল হোসাইন। ছবি: স্টার

নারায়ণগঞ্জে দেশ টিভির এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের নবাব সলিমউল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত বিল্লাল হোসাইন দেশ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ঘটনার সময় বিল্লালের সঙ্গে থাকা গাজী টিভির ক্যামেরাপারসন আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দুজন মিশনপাড়া এলাকার একটি দোকানে চা খেতে বসি। দুই মিনিটও পার হয়নি অন্তত ৭-৮ জন মধ্যবয়সী লোক কাঠের টুকরো হাতে আমাদের ঘিরে ধরে। তাদের মধ্যে একজন 'তুই সাংবাদিক না?' বলেই বিল্লালকে পেটানো শুরু করে।'

'আমি বারবার হামলাকারীদের থামানোর চেষ্টা করি, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। হাতে থাকা কাঠের টুকরো দিয়ে বেধড়ক পেটাতে থাকে', বলেন তিনি।

পেটানোর একপর্যায়ে দৌড়ে নিজেকে রক্ষা করেন বিল্লাল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান সহকর্মী আরিফ।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিল্লালকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

আহত বিল্লাল ডেইলি স্টারকে বলেন, 'ওই দোকানে প্রায় সময় চা খাই। আজও তেমনি বসেছিলাম। হঠাৎ কয়েকজন লোক এসে আমাকে বেধড়ক পেটায়।'

দোকানের মালিক ওসমান গনি ডেইলি স্টারকে বলেন, 'তারা (সাংবাদিক) দুজন আমার দোকানের সামনে বেঞ্চিতে বসেন। এরপরই মারধর শুরু হয়। আমি কিছু বুঝেই উঠতে পারিনি।'

বিকেলে আহত বিল্লালকে দেখতে হাসপাতালে যান মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। সেসময় তিনি সাংবাদিকের ওপর হামলার নিন্দা জানান।

সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে তদন্তের পর রুবেল (৩৫) নামে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

10m ago