অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান ৭ দিনের রিমান্ডে
মশিউর রহমান | ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালতে দায়িত্বরত একজন উপপরিদর্শক (এসআই) এই তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর একাধিক মামলায় অভিযুক্ত হন মশিউর। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্প্রতি তিনি উপকমিশনার (ডিসি) থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। তবে নতুন পোস্টিং না হওয়ায় ৫ আগস্ট পর্যন্ত তিনি লালবাগ বিভাগের উপকমিশনার (গোয়েন্দা) হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকার পতনের পর প্রভাবশালী এই কর্মকর্তাকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

নিহত আব্দুল ওয়াদুদের ভগ্নিপতি আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেছিলেন।

Comments

The Daily Star  | English

'Shoot directly': Hasina’s order and deadly aftermath

Months-long investigation by The Daily Star indicates state forces increased deployment of lethal weapons after the ousted PM authorised their use

17h ago