ভিডিও নির্মাতাদের জন্য টিভি-কেন্দ্রিক সেবা চালু করছে ইউটিউব

ইউটিউব থেকে অর্থোপার্জন করবেন যেভাবে

বড় পর্দার টিভিতে ভিডিওর মান বাড়াতে নির্মাতাদের নতুন কিছু সেবা দিতে যাচ্ছে ইউটিউব। সাধারণ টিভি শোয়ের মতো ইউটিউব কনটেন্টকে এপিসোড ও সিজন আকারে ভাগ করার ব্যবস্থাও করছে প্লাটফর্মটি। খবর এএফপির।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোনের পর এখন টিভিতেও জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে অনেক গ্রাহকই তাদের স্মার্ট টিভিতে ইউটিউব দেখাকে অভ্যাসে পরিণত করেছেন। যে কারণে নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং সার্ভিসগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ইউটিউব। 

ইউটিউবেরও একটি সাবস্ক্রিপশন-নির্ভর স্ট্রিমিং সার্ভিস রয়েছে, যা 'ইউটিউব টিভি' নামে পরিচিত। ১০০টিরও বেশি চ্যানেল সরাসরি সম্প্রচার করা ইউটিউব টিভি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। 

ইউটিউবের নতুন সেবার আওতায় বড় পর্দায় প্রদর্শনের জন্য ভিডিওর মান বাড়ানো যাবে। নির্মাতাদের জন্য থাকবে যেকোনো ভিডিওকে 'সিনেম্যাটিক ভার্সন' দেওয়ার সুযোগ। সাথে টিভির মতো এপিসোড ও সিজন আকারে কনটেন্ট সাজানোর সুবিধাও দেওয়া হবে।

ইউটিউবের প্রধান নিল মোহনের মতে, শুধু টিভিতেই প্রতিদিন ১০০ কোটি ঘণ্টার মতো ইউটিউব দেখে সারা বিশ্বের মানুষ।

গত এক বছরে ইউটিউব থেকে জীবিকা নির্বাহ করেন এমন নির্মাতা বা ক্রিয়েটরের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সার্বিকভাবে টিভিতে স্ট্রিমিং সার্ভিসগুলোর আধিপত্যও বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান নিলসনের জরিপ অনুযায়ী, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দর্শকরা মোট যত সময় টিভিতে ব্যয় করেছে, তার  ৪১ শতাংশই ছিল বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস দেখে।

এখানে স্ট্রিমিং প্লাটফর্মদের শীর্ষে রয়েছে ইউটিউব (১০ শতাংশ)। এর পরই নেটফ্লিক্স (৮.৪ শতাংশ)।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago