ইয়ামালের উচ্ছ্বসিত প্রশংসায় বার্সা কোচ
জিরোনার বিপক্ষে প্রতিশোধের মিশনে বার্সেলোনার অন্যতম প্রধান ভরসা ছিলেন লামিনে ইয়ামাল। আর এই তরুণও হতাশ করেননি। অসাধারণ নৈপুণ্যে করেছেন জোড়া গোল। তাতে এবার জিরোনাকে উল্টো বিধ্বস্ত করে ছেড়েছে বার্সা। তরুণ শিষ্যের এমন নৈপুণ্যে দারুণ উচ্ছ্বসিত কোচ হ্যান্সি ফ্লিক।
রোববার এস্তাদি মুনিসিপাল দে মন্তিলিভিতে লা লিগার ম্যাচে জিরোনাকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধের জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধে দানি ওলমো ও পেদ্রির গোলে লিড দাঁড়ায় ৪-০ তে। শেষ দিকে জিরোনার হয়ে গোলটি শোধ করেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।
ম্যাচ শেষে ইয়ামালের প্রশংসা করে ফ্লিক বলেছেন, 'লামিনের দুটি গোলে আমি খুব খুশি। সে খুব ছোট কিন্তু সে সত্যিই অবিশ্বাস্য। এত অল্প বয়সেই সে পার্থক্য সৃষ্টিকারী। তার থাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, শুধু তার মানের কারণেই নয় বরং সে খুব ভালোভাবে চাপও সৃষ্টি করে।'
'এটা গুরুত্বপূর্ণ যে সে প্রত্যেকে উপরে চাপ সৃষ্টি করে। তার প্রতিভা এবং চাপের সমন্বয় আমাদের জন্য খুবই ভালো। লামিনে খুবই ভালো খেলেছে এবং আমরা ভালো সুযোগগুলো কাজে লাগিয়েছি,' যোগ করেন এই কোচ।
ম্যাচে এদিন শুরু থেকেই পরিষ্কার আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। বিশেষকরে আক্রমণভাগের কাজে খুব খুশি বার্সা কোচ, 'আমরা একটি দল এবং আমি এটাই চেয়েছিলাম। আপনি যখন প্রতিপক্ষকে চাপ সৃষ্টি করেন তখন ডিফেন্ডারদের খেলাটা সহজ হয়ে যায়। তারা যেভাবে চাপ দেয় এবং স্পেস খুঁজে পায় তাতে আমি খুশি।'
জিরোনার বিপক্ষে দাপুটে জয়ে টানা পাঁচ ম্যাচ জিতে নিল বার্সেলোনা। এই ধারা বজায় রাখার প্রত্যয়ও ঝরে কোচের কণ্ঠে, 'আমরা হাফ টাইমে কথা বলেছি এবং আলোচনা করেছি। আমি দল নিয়ে খুব খুশি, তারা যেভাবে অনুশীলন করে, তারা যেভাবে খেলে… এবং আপনি তা দেখতে পাচ্ছেন। আমি আশা করি তারা এই ধারা অব্যাহত থাকবে। উদ্দেশ্য সেই তীব্রতা বজায় রাখা।'
দারুণ জয়ের পরও অবশ্য কিছুটা অস্বস্তি রয়েছে বার্সা শিবিরে। চোট পেয়ে মাঠ ছেড়েছেন দানি ওলমো। তবে চোট খুব গুরুতর কিছু নয় বলেই প্রত্যাশা করছেন এই কোচ, 'আমাদের ওলমোর সাথে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিকিৎসকরা তাকে বিশ্লেষণ করবেন এবং আমরা দেখব, আমরা আশা করি এটি গুরুতর কিছু নয়। কিন্তু এখনও কিছু বলতে পারছি না।'
Comments