আইফোন ১৬ কিনতে পারেন যে ৭ কারণে

আইফোন ১৬। ছবি: সংগৃহীত

প্রতি বছরই অ্যাপল আইফোনের নতুন সংস্করণ নিয়ে আসে। প্রযুক্তিপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, কী থাকছে নতুন সংস্করণে তা দেখোর জন্য। সর্বশেষ সংস্করণে অ্যাপল নিয়ে এসেছে আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স।

ফোনটি দেখতে আইফোন ১৫ মডেলের মতোই। তবে এর ডিজাইনে কিছু সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে।

যে সাতটি কারণে আপনার হাতে থাকা আইফোন পরিবর্তন করে নতুন এই সংস্করণ নিতে পারেন, তা নিয়েই আজকের আলোচনা।

১. উন্নত ক্যামেরা প্রযুক্তি

আইফোন ১৬ সিরিজে সবচেয়ে বড় আকর্ষণ এর নতুন ক্যামেরা সিস্টেম। অ্যাপল এবার ক্যামেরায় আরও উন্নত সেন্সর, বৃহৎ অ্যাপারচার এবং লেন্সের উন্নয়ন এনেছে। ফলে, ছবির গুণমান আরও ভালো হবে।

কম আলোতেও ছবি তুলতে সক্ষম এই ক্যামেরা নাইট ফটোগ্রাফিকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। নতুন ৫এক্স অপটিক্যাল জুম এবং উন্নত এআই ফিচার ছবির ডিটেইলস এবং রং আরও প্রাণবন্ত করে তুলবে।

২. অ্যাকশন বাটন

আইফোন ১৫ প্রোর মতো ১৬ মডেলের ফোনগুলোতেও একটি অ্যাকশন বাটন থাকছে, যা কাস্টমাইজ করা সম্ভব। পছন্দ অনুযায়ী এই বাটনের মাধ্যমে ক্যামেরা চালু বা নোটিফিকেশন সাইলেন্ট করার মতো আরও কিছু কাজ করতে পারবেন।

৩. প্রোমোশন ডিসপ্লে

আইফোন ১৬ সিরিজে রয়েছে ১২০ হার্টজ প্রোমোশন ডিসপ্লে—যা স্ক্রলিং ও অ্যানিমেশনকে আরও মসৃণ করেছে। এর ফলে ভিডিও দেখা, গেম খেলা ও সাধারণ ব্যবহারে পার্থক্যটি আপনি নিজেই অনুভব করবেন।

অধিকাংশ ফোনে এখনও ৬০ হার্টজ রিফ্রেশ রেট দেখা যায়। কিন্তু আইফোন ১৬ প্রোয়ের রিফ্রেশ রেট আপনার ব্যবহার অভিজ্ঞতাকে করবে আরও দারুণ।

৪. শক্তিশালী বায়োনিক চিপ

অ্যাপলের নতুন এ১৮ বায়োনিক চিপের কারণে আইফোন ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স হয়েছে আরও শক্তিশালী। এই চিপ শুধু গতি বাড়ায় না, বরং ব্যাটারি ব্যাকআপেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ফলে, গেমিং, ভিডিও এডিটিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো ভারী কাজও আরও দ্রুত ও সহজে করা সম্ভব।

৫. উন্নত ব্যাটারি পারফরম্যান্স

আইফোন ব্যবহারকারীদের জন্য ব্যাটারি লাইফ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইফোন ১৬ সিরিজ এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে। নতুন চিপ ও অপটিমাইজড পাওয়ার ম্যানেজমেন্টের কারণে ফোনের ব্যাটারি আরও দীর্ঘস্থায়ী হবে। প্রো মডেলগুলোর ব্যবহারকারীরা লম্বা সময় ধরে গেম খেলতে বা ভিডিও দেখতে পারবেন চার্জ নিয়ে দুশ্চিন্তা ছাড়াই।

৬. নতুন ডিজাইন ও ম্যাটেরিয়াল

আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সে অ্যাপল নতুন ডিজাইন ও টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করেছে। এতে ফোনটি আগের তুলনায় আরও হালকা ও মজবুত হয়েছে। প্রিমিয়াম ডিজাইন ও টেকসই ম্যাটেরিয়ালের কারণ লুক ও ফিল মিলিয়ে ফোনটি হয়েছে আরও আকর্ষণীয়।

৭. ক্যামেরা কন্ট্রোল বাটন

আইফোন ১৬ সিরিজে নতুন একটি ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত করা হয়েছে, যা ফটোগ্রাফি অভিজ্ঞতাকে আরও সহজ করবে। এটি আলাদা করে ফিজিক্যাল বাটন হিসেবে কাজ করে আরও দ্রুত ছবি তোলার সুযোগ দেয়। এর মাধ্যমে শাটার কন্ট্রোল, ফোকাস লক এবং বিভিন্ন ক্যামেরা মোডে সহজেই পরিবর্তন আনতে পারবেন।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago