'৭৯' পার করতে পারবেন স্কালোনি?

আর মাত্র একটি ম্যাচ। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টিনার কোচ হিসেবে ৭৯তম ম্যাচের দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। তাতে ছুঁয়ে ফেলবেন সাবেক দুই কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি ও কার্লোস সালভাদর বিলার্দোকে। এই দুই বিশ্বকাপ জয়ী কোচও ৭৯টি ম্যাচ পরিচালনা করেছিলেন আর্জেন্টিনার হয়ে।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত আড়াইটায় রবার্তো মেলেন্দেজ মেত্রোপলিতন স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের অষ্টম রাউন্ডের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে রোববার সন্ধ্যায় ব্যারানকুইলায় পৌঁছেছে আলবিসেলেস্তেরা।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হলেই আর্জেন্টিনার তিন বিশ্বচ্যাম্পিয়ন কোচের ম্যাচ সংখ্যা হবে ৭৯টি। আর্জেন্টিনার প্রথম বিশ্বচ্যাম্পিয়ন কোচ মেনোত্তি ১৯৭৪ সালের থেকে ১৯৮৩ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন। মেনোত্তির পরই আর্জেন্টিনার দায়িত্ব নেন বিলার্দো। ১৯৯০ বিশকাপের পর দায়িত্ব ছাড়েন তিনি। মেনোত্তি অবশ্য ২০১৯ সালে থেকে ২০২৩ সাল পর্যন্ত ছিলেন আর্জেন্টিনার ডিরেক্টর পদে।

কলম্বিয়া ম্যাচ দিয়ে দুই কিংবদন্তি কোচকে স্পর্শ করতে পারলেও তার সামনে থাকবেন আরেক কিংবদন্তি গিলারমো আন্তোনিও স্টেবিল। প্রথম বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দুই মেয়াদে আর্জেন্টিনা দলকে পরিচালনা করেছেন মোট ১২৪টি ম্যাচে। ১৯৩৯ সাল থেকে ১৯৫৮ সালের পর ১৯৬০ ও ১৯৬১ সালে আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন। বিশ্বকাপ জিতাতে না পারলেও এ সময়ে মোট ৬টি কোপা আমেরিকা জিতে নিয়েছে তার দল।

সে হিসেবে এখন পর্যন্ত আর্জেন্টিনার সবচেয়ে সফল কোচ স্কালোনিই। মেনোত্তি ও বিলার্দো বিশকাপ জিতলেও অন্য কোনো শিরোপা জিততে পারেননি। যেখানে ২০২২ কাতার বিশ্বকাপ ছাড়াও জিতেছেন দুটি কোপা আমেরিকা (২০২১ ব্রাজিল ও ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্র)। এছাড়াও জিতেছেন একটি ফিনালিসিমাও। মোট ৭৮ ম্যাচের ৫৬টিতে জয়, ১৬টি ড্র এবং হার মাত্র ৬টি। যেখানে দলটি গোল করেছে ১৫৭টি, হজম করেছে ৪৯টি।

Comments

The Daily Star  | English
compensation for uprising martyrs families

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

6h ago